শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

Movie review Dhaka Attack

রবীন্দ্রনাথ ঠাকুর যদি বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে সর্বোচ্চ মানদণ্ডে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে দীপঙ্কর দীপন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব মানদণ্ডে প্রতিষ্ঠা করেছেন।
# আমি তো আরিফিন শুভর ভক্ত হয়ে গেলাম। দারুণ ভাবে অভিনয় করেছে।
# সোয়াত চীফ চরিত্রে এবিএম সুমন তো অনবদ্য। এ চরিত্রটা হৃদয় ছুঁয়ে গেছে।
# নায়িকা মাহীর চেয়ে কাজী নওশোভা আহমেদের অভিনয় আমার চোখে পানি নিয়ে এসেছে। একটা সংলাপ শেয়ার করছি
" সন্তান ডেলিভারি অবস্থা যখন সে মুমূর্ষু তখন নিজের কথা না ভেবে অপারেশনে তাঁর জীবনসঙ্গী এবিএম সুমনকে সেইফ থাকতে বলেছে" --- যেকোন হৃদয়বান অশ্রুসিক্ত না হয়ে পারবে না।
# খলচরিত্রে তাসকিন আহমেদ বাংলা চলচ্চিত্রে নতুন প্যাটার্ন নিয়ে এসেছেন। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ তো অসাধারণ।
সবশেষে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যদের জন বিনম্র শ্রদ্ধা। আপনারা রাত জেগে থাকেন বলে আমরা নিরবে ঘুমাতে পারি।
# লাস্ট বাট নট লিস্ট , যারা পেশাগত জীবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগ দান করবেন, তাঁরা একটু সময় বের করে ফিল্মটা দেখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন