বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

ভয়াবহ দুর্ভিক্ষ

''ইয়েমেন''-মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ। দুই বছর যাবত সৌদী আরব এই দেশটির স্থল, আকাশ পথ বন্ধ করে রেখেছে। ফলে দুবছর এই মরুভূমিপূর্ণ দেশটিতে কোন খাদ্য বা সহায়তা যেতে পারেছে না। সৌদী সরকার কোন বিমান ঢুকতে দিচ্ছে না। গতকাল 
জাতিসংঘ নিরাপত্তা প্রাধান ইটালির প্রতিনিধি বলেন যে,

'' ইয়েমেনে- আগামী কয়েকদিনের মাঝে এমন দুর্ভিক্ষ হবে যা এই পৃথিবীর মানুষ কয়েক শতাব্দী ধরে মনে রাখবে''

সন্ত্রাসী হামলার আজুহাতে অসহায় মানুষের প্রতি সৌদী আরব জোটের এই সিদ্ধান্ত, মানবতার সবচেয়ে আমানবিক আচরণ। আরবরা পৃথিবীর জঘন্য জাতিগুলোর মাঝে একটি, যাদের হেদায়াতের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মদ(সঃ)-কে আল্লাহ্‌ তায়ালা পাঠিয়েছেন।

আজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে, মহানুভবতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বস্ত্র, আবাস , ওষুধ দিয়েছেন কিন্ত আরবে তো একজন শেখ হাসিনা নেই, কে দেখবে ইয়েমেনের নাগরিকদের?
#আনাছ আল জায়েদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন