রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

শৈলীবিজ্ঞান

সাহিত্য রচনা বা মুখে উচ্চারিত ভাষার শৈলী বিশ্লেষণই হল শৈলীবিজ্ঞান(Stylistics)। তবে সে বিশ্লেষণকে অবশ্যই ভাষাবিজ্ঞান সম্মত হতে হবে। শৈলীবিজ্ঞান হল ভাষা বিজ্ঞানের সেই অংশ যেখানে ভাষাব্যবহারের রূপরীতি ও স্টাইলের ব্যাখ্যা বা পর্যালোচনা করা হয়।


‘শৈলীবিজ্ঞান’ সম্মত সাহিত্যবিচার অনেক বেশি objective; সেখানে লেখকের বাক্যগঠন, শব্দব্যবহার, দীর্ঘ ও হ্রস্ববাক্য ব্যবহারের পৌনঃপুনিকতা,অলংকার ইত্যাদির উপর জোর দেয়া হয়।
                                                 ্ব -আনাছ আল জায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন