বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

Review of Viceroy's House movie.

খুব পরিমিত ভাবে ১৯৪৭ সালের দেশ বিভাজনের উপর নির্মিত হয়েছে " viceroy's house" মুভিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) পরবর্তী যখন শেষ ইংরেজ বাইসরয় লর্ড মাউন্ট বার্টেন ভারতবর্ষ শাসনে আসেন তিনি খুব মানবিক প্রশাসক হিসেবে , অসাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে মুসলমান, হিন্দু ও শিখ দের মাঝে অভিন্ন নানা উৎসব চালু করে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষে মুহাম্মদ আলী জিন্নাহের তীব্র ধর্মান্ধতার জন্য ১৯৪৬ সালে কলকাতায়, নোয়াখালী ( পূর্ববঙ্গ- বাংলাদেশ) মারাত্মক দাঙ্গা হয়। সাধারণ মানুষের হিন্দুস্থানের প্রতি ভালোবাসা থাকার পরেও কংগ্রেস- মুসলিম লীগের ব্যক্তিগত রেষারেষির জন্য শেষ পর্যন্ত দেশ বিভাগের (১৯৪৭) বলি হয় সাধারণ মানুষ। সৃষ্টি হয় চরম সাম্প্রদায়িক বিদ্বেষ। শেষ হয়ে যায়, গল্পের নায়ক নায়িকা জিৎ ( হিন্দু) ও আলিয়া ( মুসলিম) গভীর প্রণয়।
এই চলচ্চিত্র দেখে হাসান আজিজুল হকের ভাষায় বলতে হয়,
'' দেশ ছেড়েছে যে তাঁর ভেতর বাহির সব একাকার হয়ে গেছে''
Anas Al Jaed, Jagannath University, Dhaka- Bangladesh.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন